শ্রীনগর: নিহত লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী আবু দুজানার দেহ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনকে বলবে জম্মু ও কাশ্মীর পুলিশ। গতকাল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত লস্করের ওই কমান্ডার পাকিস্তানের নাগরিক।


অতীতে ভারতের মাটিতে সন্ত্রাস চালাতে এসে প্রাণ হারানো পাকিস্তানিদের নিজেদের নাগরিক বলে মানতে অস্বীকার করে তাদের দেহ নিতে চায়নি সে দেশের সরকার। এবার জম্মু ও কাশ্মীর পুলিশ দুজানার দেহ নিতে বলার পর পাকিস্তানের কী প্রতিক্রিয়া হয়, সেটাই দেখার।

এই প্রথম কাশ্মীর উপত্যকায় নিহত কোনও জঙ্গির দেহ পাক হাই কমিশনকে গ্রহণ করতে বলা হবে।

পুলিশের আইজি (কাশ্মীর রেঞ্জ) মুনীর খান সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আবু দুজানা পাকিস্তানের লোক। তার দেহ ফেরত নিতে বলা হবে ভারতে পাক হাইকমিশনকে।

তিনি এজন্য পুলিশ হেডকোয়ার্টার্সে চিঠি লিখবেন, তারা তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করবে পাক হাইকমিশনের কাছে দুজানার বিষয়টি তোলার জন্য।

গতকাল যে বাড়িতে দুজানাকে ঘিরে ফেলে পুলিশ, সিআরপিএফ, সেনা খতম করে, সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, দুজানা নিজেকে করাচির ছেলে বলে দাবি করেছিল।