শ্রীনগর: সন্ত্রাস, হিংসা কবলিত জম্মু ও কাশ্মীরে এবার থেকে হরতাল, বিক্ষোভ ডেকে সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর করলে উদ্যোক্তারাই দায়ী হবে, তাদের ক্ষতিপূরণ বাবদ জরিমানা দিতে হবে, শাস্তি হবে ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাবাসও। ভাঙচুর, নষ্ট হওয়া সম্পত্তির চলতি বাজারমূল্যের সমান ক্ষতিপূরণ দিতে হবে।


এমনই অর্ডিন্যান্স জারি করলেন রাজ্যপাল এন এন ভোরা।

জনৈক সরকারি মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি রোধে চলতি আইনে সংশোধন ঘটানো হল জম্মু ও কাশ্মীর সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি সংশোধন অর্ডিন্যান্স, ২০১৭ এর মাধ্যমে। অবিলম্বে কার্যকর হবে এই অর্ডিন্যান্স। এর ফলে বিক্ষোভ, হরতাল ডেকে প্রতিবাদ জানানোর নামে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর করা থেকে আরও কঠোর হাতে নিবৃত্ত ও মোকাবিলা করা যাবে বিভিন্ন সংগঠন, ব্যক্তিকে।

মুখপাত্রটির দাবি, হরতাল ডেকে সরাসরি হামলা চালিয়ে সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করাকে শাস্তিযোগ্য অপরাধ করা, এর কর্মকর্তাদের এজন্য সরাসরি দোষী সাব্যস্ত করা, এই দুই উদ্দেশ্য পূরণেই জারি হল এই অর্ডিন্যান্স।

বর্তমান আইন শুধু সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল, অর্ডিন্যান্সে পরিধি বাড়িয়ে বেসরকারি, ব্যক্তিগত সম্পত্তিকেও অন্তর্ভুক্ত করা হল।

বিধানসভার অধিবেশন এখন চলছে না। তাই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সুপারিশে জম্মু ও কাশ্মীরের সংবিধানের ৯১ ধারার ন্যস্ত ক্ষমতা প্রয়োগ করেই অর্ডিন্যান্সটি জারি করলেন রাজ্যপাল।