উল্লেখ্য, এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যে শীঘ্রই নতুন সরকার গঠিত হবে বলে মনে করি না। অনিশ্চয়তা রয়েছে, কিন্তু আমরা কিছু করছি। পরে সবাই জানতে পারবে'।
গুপ্তার এই মন্তব্যের পরই ওমর বলেন, 'আমরা কিছু একটা করছি মানে কী? ওই কিছুটা হতে পারে অন্য দলকে ভাঙানো এবং বিজেপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা যোগাড় করা। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কি অসাবধানতাবশত হাটে হাঁড়ি ভেঙেছেন?'
উল্লেখ্য, গতকাল বিজেপি জোট শরিক পিডিপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরফলে জম্মু ও কাশ্মীরের মেহবুবা মুফতি সরকারের পতন ঘটে। রাজ্যপাল এনএন ভোরারের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারির সম্মতি দিয়েছেন।