শ্রীনগর: কাশ্মীর সমস্যার কারণ রাজনৈতিক নয়, সামাজিক। এই মন্তব্যের জেরে অর্থমন্ত্রী হাসিব দ্রাবুকে বরখাস্ত করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। যদিও পিডিপির জোটসঙ্গী বিজেপি এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে।

২০১৫-য় বিজেপি-পিডিপি জোট গড়ে রাজ্যে সরকার গড়ায় বড় ভূমিকা পালন করেন হাসিব দ্রাবু। তাঁকে দেওয়া হয় অর্থমন্ত্রী পদ। কিন্তু শুক্রবার দিল্লিতে পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, কাশ্মীর কোনও রাজনৈতিক সমস্যা বা রাষ্ট্রীয় দ্বন্দ্ব নয়, একে দেখা উচিত সামাজিক সমস্যা হিসেবে। বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স এই মন্তব্যের কড়া সমালোচনা করে, তেমনই বিক্ষোভ শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা।

বেকায়দায় পড়ে পিডিপি গতকাল তাঁকে কারণ দর্শানো নোটিশ ধরায়, মন্তব্য প্রত্যাহার করতে বলে। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট হতে না পেরে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তাদের বক্তব্য, দ্রাবুর মন্তব্য দলের বিশ্বাস ও এজেন্ডায় আঘাত হেনেছে, ক্ষুণ্ণ হয়েছে দলের ভাবমূর্তি।

দ্রাবু দিল্লির বিজেপি নেতৃত্বর ঘনিষ্ঠ বলে খবর। বিজেপি তাঁকে সরিয়ে দেওয়ার কড়া সমালোচনা করেছে, বলেছে, এর ফলে জোটের ফাটল আরও বেড়ে গেল। যদিও বরখাস্ত হওয়া নিয়ে দ্রাবুর অবস্থান এখনও জানা যায়নি।