শ্রীনগর: জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি হামলায় মৃত্যু হল দুই সিআরপিএফ জওয়ানের। গ্রেনেড হামলায় জখম হয়েছেন আরও এক জওয়ান ও এক সাধারণ মানুষ। যে অঞ্চলে এই হামলা হয়েছে, সেটি ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার মুখপাত্র আবদুল্লা গজনভি ই-মেল করে এই হামলার দায় স্বীকার করেছে।

সিআরপিএফ সূত্রে খবর, আজ সকাল ১১টা নাগাদ অনন্তনাগের অচাবল চক অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। শুরু হয় গুলিবৃষ্টি। মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মীনা ও কনস্টেবল সন্দীপ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বছর জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪৩ জন জওয়ান ও ৪১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ১০৭ জন জঙ্গিকে খতম করতে পেরেছেন জওয়ানরা।