নয়াদিল্লি: ২০১৬-র ফেব্রুয়ারি মাসে ক্যাম্পাসে ‘দেশদ্রোহী’ স্লোগান তোলার অভিযোগে অনির্বাণ ভট্টাচার্য, উমর খালিদ এবং কানহাইয়া কুমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ২ থেকে ৫ বছরের জন্য অনির্বাণ ও খালিদকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে চলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসঙ্গে ১০,০০০ টাকা আর্থিক জরিমানা করা হতে চলেছে জেএনইউর ছাত্রসংসদের সভাপতি কানহাইয়া কুমারকে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।



প্রসঙ্গত, ক্যাম্পাসে দেশবিরোধী ও আফজল গুরুকে নিয়ে স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়া কুমারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে। একই অভিযোগ ওঠে উমর ও অনির্বাণের বিরুদ্ধেও। পুলিশ তাঁদের গ্রেফতার করে। পরে জামিনে তাঁদের ছেড়ে দেওয়া হয়।