নয়াদিল্লি: দেশ-বিরোধী কার্যকলাপের আখড়া হয়ে উঠছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাস, হিন্দুত্ববাদী শিবিরের এহেন অভিযোগের প্রেক্ষাপটে গুজরাত সরকার, গোরক্ষকদের কুশপুতুল পোড়ানোয় চার ছাত্রের বিরুদ্ধে প্রোক্টর স্তরের তদন্তের নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিস দেওয়া হয়েছে তাঁদের। নোটিস পাওয়া পড়ুয়ারা হলেন রামা নাগা, আবদুল মতিন, প্রবীণ ও মণিকান্ত। ঘটনাচক্রে জেএনইউ চত্বরে গত ফেব্রুয়ারির বিতর্কিত অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় রাষ্ট্রদ্রোহিতা মামলায়ও অভিযুক্তদের অন্যতম নাগা।
নোটিসে জেএনইউ কর্তৃপক্ষ বলেছে, সবরমতী ধাবায় গত ১৯ সেপ্টেম্বর গুজরাত সরকার ও গোরক্ষকদের কুশপুকুল পোড়ানোর ব্যাপারে প্রোক্টরের সামনে হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে তোমাদের।
চার ছাত্রের বিরুদ্ধে শৃঙ্খলাঙঙ্গের অভিযোগে এহেন পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে জেএনইউ ছাত্র সংসদ এক বিবৃতিতে বলেছে, ছাত্ররা প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেই তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছাত্ররা যাতে রাজনীতিতে না নামে, সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাকে নিয়ম করে তুলতে মরিয়া। জেএনইউকে দক্ষিণপন্থী প্রভুদের অঙ্গুলি হেলনে চলা ‘মডেল’ বিশ্ববিদ্যালয় বানিয়ে তোলার রাস্তা পরিষ্কার করছেন উপাচার্য।
গুজরাত সরকার, গোরক্ষকদের কুশপুতুল পোড়ানোয় ৪ পড়ুয়ার বিরুদ্ধে প্রোক্টর তদন্তের নির্দেশ জেএনইউয়ের
web desk, ABP Ananda
Updated at:
06 Oct 2016 02:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -