জেএনইউয়ে 'কাশ্মীর, প্যালেস্তাইনের মুক্তি' চেয়ে পোস্টার, খোলার নির্দেশ
Web Desk, ABP Ananda | 02 Mar 2017 09:30 PM (IST)
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বিতর্কিত পোস্টার পড়ল কাশ্মীর ও প্যালেস্তাইনের 'স্বাধীনতা' চেয়ে। ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ইউনিয়ন (ডিএসইউ) নামে সেখানকার বামপন্থী ছাত্রগোষ্ঠী ওই পোস্টার মেরেছে বলে অভিযোগ। পোস্টারে লেখা রয়েছে, ফ্রিডম ফর কাশ্মীর! ফ্রি প্যালেস্তাইন! আত্মনিয়ন্ত্রণের অধিকার দীর্ঘজীবী হোক, ডিএসইউ। কিছু পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোস্যাল সায়েন্সেস-এর নতুন ব্লকের দেওয়ালে ওই পোস্টার দেখে কর্তৃপক্ষকে জানায়। নিরাপত্তারক্ষীদের ওই পোস্টার সরিয়ে দিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত বছর জেএনইউ ক্যাম্পাসে সংসদ জঙ্গি হামলা মামলায় দোষী আফজল গুরুকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে আয়োজিত বিতর্কিত অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। সেই অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যের মতো প্রাক্তন ডিএসইউ সদস্যরা। ওই ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত খালিদ, অনির্বাণ ও জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। জনৈক প্রশাসনিক অফিসার বলেন, ইতিমধ্যেই অনেক অমূল্য সময়, উদ্যম নষ্ট হয়ে গিয়েছে এ ধরনের অহেতুক বিতর্কে। দুর্ভাগ্যের বিষয়, তারপরও মুষ্টিমেয় কিছু লোক শিক্ষার পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে ফের বিশৃঙ্খলা পাকাতে চাইছে। প্রসঙ্গত, জেএনইউয়ে ভর্তি সংক্রান্ত পলিসি বদলের প্রতিবাদে ছাত্রদের একাংশ মূল প্রশাসনিক ভবন অবরোধ করে রাখায় সম্প্রতি বেশ কিছুদিন প্রশাসনিক কাজকর্ম বন্ধ হয়ে পড়েছিল। চলতি সপ্তাহের গোড়ায় অবরোধ ওঠে। কর্মীরা ফের ভবনে ঢুকতে পারেন।