নয়াদিল্লি: ছাত্রীদের আনা যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লাইফ সায়েন্সের এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা রুজু করল দিল্লি পুলিশ।


দক্ষিণ-পূর্ব দিল্লির বসন্তকুঞ্জ থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। গতকাল বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে এক সাংবাদিক সম্মেলনে মহিলা পড়ুয়ারা এক বিবৃতি পেশ করে। সেখানে অভিযোগ করা হয়, অভিযুক্ত অধ্যাপক সময়ে সময়ে ছাত্রীদের উদ্দেশে যৌনগন্ধী মন্তব্য করেন, যৌন সম্পর্ক স্থাপন করার দাবি থেকে শুরু করে প্রায়ই প্রত্যেক ছাত্রীর ফিগার নিয়ে মন্তব্য করে থাকেন।


আরও অভিযোগ, কোনও ছাত্রী অধ্যাপকের দাবি না মানলে তিনি তাঁকে বিভিন্নভাবে হয়রানি করতেন। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি আর্থিক চক্র রয়েছে। গত কয়েক বছরে কোনও যন্ত্রপাতি কেনা না হলেও, এই খাতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে।


দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ওঅ অধ্যাপককে শীঘ্রই জিজ্ঞাসাবাদ করবে। এদিকে, অভিযুক্ত অধ্যাপকের সাফাই, বামপন্থী পড়ুয়ারাই তাঁকে টার্গেট করেছে। তাঁর পাল্টা দাবি, যে ছাত্রীরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন, গবেষণাগারে হাজিরায় অনিয়মের জন্য গত ২৭ তারিখ চিঠি পাঠিয়েছেন তিনি। তাই এভাবে তাঁকে টার্গেট করা হচ্ছে।