পুনে: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেশ-বিরোধী স্লোগান নিয়ে এবার মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বললেন, এ বিষয়ে নীরব থাকার অর্থ হল দেশকে ধ্বংস করার সামিল। তিনি বলেন, জনগনের মধ্যে 'জাতীয় চেতনা' গড়ে তোলা প্রয়োজন।
মঙ্গলবার পুনেতে ইউথ৪ডেভেলপমেন্ট অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দোভাল বলেন, ‘যারা দেশের জন্য বিন্দুমাত্র আত্মত্যাগ  করেনি  তারা রাস্তায় নেমে ভারত ভেঙে যাওয়ার কথা বলছে এবং ‘ভারত তেরি টুকরে হোঙ্গে ইনসাআল্লা-র’ মতো স্লোগান দিচ্ছে। তারা কী বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়। সমাজের অন্যান্য অংশ কীভাবে এর জবাব দিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ’।
সমাজ যদি নীরব দর্শক থাকে তাহলে তা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন দোভাল।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, এ ধরনের ঘটনা সামান্য বা শুধুমাত্র একটা খবর ভেবে সমাজ যদি ধরে নেয় তাহলে তা হবে দুর্ভাগ্যজনক। সমাজকে যদি এ ধরনের ঘটনা নাড়িয়ে না দেয়, তাহলে বলতে হবে যে, জাতীয় চেতনা কাঙ্খিত পর্যায়ে পৌঁছতে পারেনি।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি আয়োজিত বিতর্কিত অনুষ্ঠানের ঘটনায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত জেএনইউ-র দুই ছাত্র উমর খালিদ ও অনির্বান ভট্টাচার্যর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাপেলেট অথরিটির কাছে শাস্তির বিরুদ্ধে আর্জি জানান ওই দুই ছাত্র। অথরিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থার ওপর স্থগিতাদেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। এই ঘটনার কয়েকদিনের মধ্যে দোভাল দেশবিরোধী স্লোগান নিয়ে কড়া মনোভাব পোষণ করলেন।