নয়াদিল্লি: সহপাঠীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বছর ২৩-এর ওই পড়ুয়া নিজের ক্লাসেরই এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। দুজনেই স্নাতকোত্তর স্তরে হিস্টোরিক্যাল স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল ডিসেম্বর মাসে। তাদেরই এক বন্ধুর ভাড়া বাড়িতে আয়োজিত একটি পার্টিতে।

কিন্তু এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি ওই ছাত্রী। সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু হয়েছে।