নয়াদিল্লি: গত বছর একটি অনুষ্ঠানে স্লোগান ও ব্যাঘাত ঘটানোর জন্য জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ১০ হাজার টাকা জরিমানা করা হল। এই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াই করেছিলেন। তিনি কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র সংগঠন  এনএসইউআই-এর সদস্য।
সানি ধীমান নামে ওই ছাত্র দাবি করেছেন, গত বছরের ১৪ এপ্রিল একটি অনুষ্ঠানে তিনি জয় ভীম, বাবা সাহেব অমর রহে স্লোগান দিয়েছিলেন এবং উপাচার্য জগদেশ কুমারকে প্রশ্ন করেছিলেন।
কেন্দ্রীয় গ্রন্থাগারের নামকরণ বাবা সাহেব অম্বেডকরের নামে করতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
প্রোক্টোরিয়াল তদন্তের পর ধীমানকে জানানো হয় যে, তাঁর ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানার টাকা ১০ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।