নয়াদিল্লি: দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক এলাকায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই আফগান নাগরিক। নির্যাতিতা স্নাতক (সাম্মানিক) পড়ুয়া। গত সপ্তাহে ২১ বছরের ওই ছাত্রী বন্ধুদের সঙ্গে হউজ খাস এলাকায় একটি পাবে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে তওয়াব আহমেদ ওরফে সালিম নামে ২৭ বছরের এক আফগান নাগরিকের সঙ্গে পরিচয় হয়।

রাষ্ট্রপুঞ্জ কমিশনার পর রিফিউজি কার্ড সূত্রে দিল্লিতে সালিম তার বন্ধু সুলেমান আহমদি (৩১)-এর সঙ্গে থাকে। পরিচয় হওয়ার পর সালিম ওই ছাত্রীকে গ্রিন পার্কে তাদের বাড়িতে একটি পার্টির জন্য ডাকে।  পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে নিয়ে সালিমের বাড়িতে যায় ওই ছাত্রী। সালিমের তিন বন্ধু- সুলেমান, সিদ্ধান্ত ও প্রত্যুষা সেখানে ছিল। পার্টির পর ওই ছাত্রীর বন্ধুদের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়। কিন্তু নির্যাতিতা সালিমের বাড়িতে ফিরে এসে মদ্যপান করেন।

সকালে ঘুম থেকে উঠে ওই ছাত্রী দেখেন, সুলেমান তাঁকে নিগ্রহ করছে। তিনি তখন বুঝতে পারেন যে, তিনি যখন সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন তখন সামিল ও সুলেমান তাঁর যৌন নিগ্রহ করেছে।

বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ফিরে গিয়ে তিনি ঘটনার কথা তাঁর দুই বন্ধুকে জানান। তাঁরা সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে থানায় নিয়ে যান। সেখান থেকে মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সফদরজঙ এলক্লেভ থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং সালিম ও সুলেমানকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।