নয়াদিল্লি/ পটনা : দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক-ছাত্র শার্জিল ইমামকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বিহারে তাঁর জেলা জেহেনাবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দেশ-বিরোধী মন্তব্য সংক্রান্ত অনলাইনে  শার্জিলের বক্তব্যের একটি ভিডিও সামনে আসার পর তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ দায়ের করা হয়।
ভারত থেকে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার ডাক শার্জিল দিয়েছিলেন বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে দিল্লিতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের মতো রাজ্যেও তিনি 'ওয়ান্টেড' ছিলেন।
গতকাল সন্ধেয় তাঁকে গ্রেফতারের জন্য মুম্বই, পটনা ও দিল্লি সহ বিভিন্ন স্থানে খোঁজ চালানো হয়। তাঁকে গ্রেফতার করতে দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ পাঁচটি দল গঠন করে।
দিল্লি পুলিশের দাবি, দুবার তিনি বিভেদমূলক বক্তব্য রেখেছিলেন। এরমধ্যে একটি গত ডিসেম্বরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদের সময়। অন্যটি, উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে।
দিল্লির শাহিন বাগে প্রতিবাদের অন্যতম আয়োজক শার্জিল বলে অভিযোগ। যদিও শাহিনবাগের প্রতিবাদকারীরা শার্জিলের মন্তব্য থেকে তাঁদের দূরে সরিয়ে নিয়েছেন। তাঁরা বলেছেন, কোনও এক ব্যক্তিকে আয়োজক বলা যায় না।


শার্জিলের গ্রেফতারি সম্পর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, দেশের পক্ষে ক্ষতিকারক কিছু কারুর করা উচিত নয়। তিনি বলেছেন, অভিযোগ ও গ্রেফতারি, আদালতে মামলার নিষ্পত্তি হবে।

শার্জিল আইআইটি মুম্বইয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে তিনি জেএনইউ-র গবেষক-ছাত্র। তিনি জেহানাবাদের বাসিন্দা।