নয়াদিল্লি: দিল্লিতে ফের আটক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার।

 

আজ দিল্লিতে মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের দফতরের সামনে, কানহাইয়া কুমারের নেতৃত্বে বিক্ষোভ দেখান জেএনইউয়ের ছাত্ররা। তাঁদের দাবি, প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ওবিসি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ চালু করতে হবে। গতকাল এই দাবিতে ইউজিসিতে স্মারকলিপিও জমা দেয় তারা। আজ স্মৃতি ইরানির দফতরের সামনে কানহাইয়া কুমারের নেতৃত্বে বিক্ষোভ দেখায় জেএনইউয়ের ছাত্ররা।

 

ঘটনায় কানহাইয়া কুমার-সহ ৩৬ জন পড়ুয়াকে আটক করে দিল্লির পার্লামেন্ট হাউস স্ট্রিট থানার পুলিশ। যদিও পরে বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হয়। তারপরই আবার দাদরিকাণ্ডে সুবিচারের দাবিতে উত্তরপ্রদেশ ভবনের সামনে বিক্ষোভ দেখান কানহাইয়া। ফের তাঁদের আটক করে পুলিশ।