নয়াদিল্লি: দেশের মর্যাদা ও জাতীয়তাবাদ রক্ষার শপথ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র পড়ুয়াদের নিতে হবে বলে লোকসভায় দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। তাঁর এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মোহিত কুমার। তাঁরা পাল্টা প্রশ্ন, মীনাক্ষী লেখি ও তাঁর দল কি গণপিটুনির ঘটনা বন্ধ করার শপথ নেবেন? মোহিতের ট্যুইট, ‘লেখি কি শপথ নেবেন যে, দেশে আর কোনও গণপিটুনির  ঘটনা ঘটবে না এবং তিনি ও তাঁর দল এই বিদ্বেষের দাপাপাপি বরদাস্ত করবে না। এতে শান্তি আসবে’।


ক্যাম্পাসের ভিতরে যুদ্ধের ট্যাঙ্ক রেখে পড়ুয়াদের মনে দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ বোধ জাগিয়ে তোলার যে প্রস্তাব জেএনইউয়ের উপাচার্য জগদেশ কুমার দিয়েছেন, তা  সমর্থনের পাশাপাশি লেখি গতকাল লোকসভায়  বলেন, জেনইউ-র পড়ুয়াদের দেশের মর্যাদা ও জাতীয়তাবাদ রক্ষা শপথ নিতে হবে। তিনি অভিযোগ করেন, জেএনইউ ক্যাম্প্যাসে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়।

এর জবাবে মোহিত বলেছেন, ‘লেখি কি এই শপথ নেবেন যে, তাঁর সরকার সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বন্দোবস্ত করবে।এমনটা করলেই প্রকৃতপক্ষে দেশের ভালো হবে’।

ক্যাম্পাসে ট্যাঙ্ক বসানোর যে অনুরোধ উপাচার্য করেছেন, তাকে বিজেপিকে নেতারা সমর্থন করছেন উল্লেখ করে মোহিতের প্রশ্ন, উপাচার্য কি গৈরিক শিবিরের সদস্য?

উল্লেখ্য, জেএনইউ-তে কারগিল দিবস উদযাপন অনুষ্ঠানে উপাচার্য বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহকে ক্যাম্পাসে একটি ট্যাঙ্ক এনে বসানোর উদ্যোগ নিতে অনুরোধ করেছিলেন।