নয়াদিল্লি: ভারতে ভাষাতত্ত্ব ও কম্পিউটার বিজ্ঞানে ভাষাগত বৈচিত্র্যকে কাজে লাগালে কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ বাড়বে বলে মতপ্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ভাষাগত বিদ্যা সংক্রান্ত জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভাষাগত বৈচিত্র্য থাকা সত্ত্বেও ভারতীয়রা ভাষা সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পিছিয়ে। শিক্ষাবিদরা চমস্কির বিষয়ে সবকিছু জানেন। কিন্তু তাঁরা পানিনি ও ভার্তৃহরি, আনন্দবর্ধন ও অভিনবগুপ্তর তত্ত্ব একইভাবে ব্যবহার করতে পারেন না। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে ভাষাগত তত্ত্বের সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও ঔপনিবেশিক ভাষা মনে গ্রহণ এবং নকল করে চলেছি। ভাষাতত্ত্ব ও কম্পিউটার বিজ্ঞানে ভাষাগত ক্ষেত্রে প্রশিক্ষিত ব্যক্তির সংখ্যা বাড়লে কর্মসংস্থান ও ব্যবসা বাড়বে।’


ভাষাবিদ জি এন ডেভির নেতৃত্বে ভারতের সব ব্যবহৃত ভাষাগুলি নিয়ে এই জরিপ চালানো হয়েছে। এই দলে বিশেষজ্ঞদের পাশাপাশি স্বেচ্ছাসেবী ও কর্মীরা ছিলেন। ভারতের বিভিন্ন ভাষায় এই জরিপের ফল প্রকাশ করা হয়েছে। এই জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেছেন মনমোহন। তাঁর বক্তব্য, ভাষাগত ক্ষেত্রে গবেষণার মাধ্যমেই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভাষা সংক্রান্ত বৈচিত্র্যের জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগানো যাবে। ভারতের বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান এবং চিকিৎসা ও বিজ্ঞান সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ভাষা সংক্রান্ত গবেষণার অভাবে বিশ্বের অন্যান্য দেশগুলি ভারতের দেশীয় ও সরকারি তালিকার বাইরে থাকা ভাষাগুলিকে কাজে লাগানো, লিপিবদ্ধ করা এবং কাজে লাগানোর দিকে মন দিতে পারে। তাই ভাষাগত বিজ্ঞান ও প্রযুক্তিকে ভারতের আর্থিক উন্নতির ক্ষেত্রে ব্যবহারের জন্য গবেষণায় উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি। এর ফলে ভারত ভাষা সংরক্ষণ ও ভাষাগত বৈচিত্র্যের ক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ট দেশ হয়ে উঠতে পারে।