নয়াদিল্লি: সমাজ এখনও অবহেলার চোখে দেখে তাঁদের। পদে পদে জোটে অসম্মান, তাচ্ছিল্য। এবার সেই রূপান্তরকামীদের মাথা উঁচু করে বাঁচার জন্য চাকরি দেওয়ার কথা ভাবছে কোচি মেট্রো রেল লিমিটেড (কেএমআরএল)।
কেরল সরকারের নয়া উদ্যোগ ‘কুদুম্বশ্রী’-র অধীনে তাঁদের জন্য এমন প্রয়াস কোচি মেট্রোর। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যেই এই উদ্যোগ। জানা গিয়েছে, মেট্রোয় ভিড় সামলানো, হাউসকিপিং, কাস্টমার রিলেশন প্রভৃতি কাজে নিয়োগ করা হবে রূপান্তরকামীদের।
এই কাজের জন্য রূপান্তরকামীদের একটি সংগঠনকে কাজে লাগাতে চাইছে কোচি মেট্রো। যারা যাত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবে, পারদর্শিতার সঙ্গে হাউসকিপিংয়ের কাজ সামলাতে পারবে, ভিড় সামলাতে পারবে। যাত্রীদের যাতে মেট্রো-ভ্রমণ আরামদায়ক হয়, কোনও অসুবিধা না হয়, সে সবই দেখভালের দায়িত্বে থাকবে তারা।
এ নিয়ে বৈঠক হয়েছে কেএমআরএল আধিকারিক এবং পুলিশের মধ্যে। তবে এখনও এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
সূত্রের খবর, কোচিতে প্রায় ১২৮ রূপান্তরকামী রয়েছেন। গোটা রাজ্যে রয়েছেন প্রায় ২৫ হাজার। কোচি মেট্রোর এই প্রয়াস অবশ্যই তাঁদের লড়াইকে আরও একধাপ এগিয়ে দেবে।
রূপান্তরকামীদের জন্য চাকরি কোচি মেট্রোয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2016 08:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -