পদ্মবিভূষণ পাচ্ছেন মুরলী মনোহর জোশী, শরদ পওয়ার, পিএ সাংমা
Web Desk, ABP Ananda | 25 Jan 2017 09:07 PM (IST)
নয়াদিল্লি: এবার পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ মুরলী মনোহর জোশী, শরদ পওয়ার, লোকসভার প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ পিএ সাংমা। এবার সাত জনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হচ্ছে। এবার বিভিন্ন ক্ষেত্রে ৮৯ জন কৃতী ব্যক্তি পদ্ম পুরস্কার পাচ্ছেন। তবে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নের জন্য কাউকে বেছে নেওয়া হয়নি। তিন রাজনীতিবিদের পাশাপাশি পদ্মবিভূষণ পাচ্ছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রাক্তন চেয়ারম্যান উদিপী রামচন্দ্র রাও, সদগুরু জগ্গি বাসুদেব, সঙ্গীতশিল্পী জেসুদাস ও মধ্যপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুন্দরলাল পাটোয়া। সাংমা ও পাটোয়া মরণোত্তর সম্মান পাচ্ছেন।