মহাভারতের অপর এক গুরুত্বপূর্ণ চরিত্র নারদকে বর্তমান সময়ের গুগলের সঙ্গে তুলনাও করেছেন দীনেশ। তিনি বলেছেন, ‘আপনাদের গুগল এখন শুরু হয়েছে। তবে আমাদের গুগল অনেক আগেই শুরু হয়েছিল। নারদ মুনি তথ্যভাণ্ডার ছিলেন। তিনি তিনবার নারায়ণ বলে যে কোনও জায়গায় পৌঁছে যেতেন এবং বার্তা আদান-প্রদান করতেন।’
সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ একের পর এক বিজেপি নেতা প্রাচীন ভারত নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন। কিছুদিন আগেই গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও নারদের সঙ্গে গুগলের তুলনা করেন। এবার একই মন্তব্য করলেন দীনেশ।