সমস্তিপুর:  বিহারের সমস্তিপুরের সালখানি গ্রামে গুলি করে হত্যা করা হল এক সাংবাদিককে। সমস্তিপুরের এসপি নওয়াল কিশোর প্রসাদ সিংহ জানিয়েছেন, হিন্দি দৈনিকের সাংবাদিক ব্রজ কুমার সিংহকে প্রায় ৫-৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘিরে ধরে। তারপর তারা সাংবাদিকের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিক ব্রজ কুমার সিংহের। ব্রজ কুমার সিংহ হিন্দি দৈনিকের এক অতিপরিচিত সাংবাদিক ছিলেন। এছাড়া তাঁর একটি ইঁটভাটাও রয়েছে। এই হত্যার নেপথ্যে কারা রয়েছে, সেবিষয় এখনও  কিছু বলেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, কোনও পুরনো ব্যক্তিগত শত্রুতার জেরেই হয়তো এই খুনের ঘটনা। সমস্তিপুর জেলা থেকে ৪০ কিমি দূরে বিভূতিপুর থানার অন্তর্গত এই সালখানি গ্রাম। যেখানে এই সাংবাদিক হত্যার ঘটনাটি ঘটেছে। এর আগে ২০১৬ সালের নভেম্বরে হিন্দি দৈনিকের আরও এক সাংবাদিক ধর্মেন্দ্র সিংহকে গুলি করে হত্যা করা হয়। হিন্দি সংবাদপত্র হিন্দুস্তানের সিওয়ানের ব্যুরো প্রধান রাজদেও রঞ্জনকে ২০১৬ সালের মে মাসে গুলি করে খুন করা হয়।