গোয়া বিধানসভায় ঢুকতে পারলেন না পর্রীকরের অসুস্থতার খবর লেখা সাংবাদিক
Web Desk, ABP Ananda
Updated at:
19 Feb 2018 06:34 PM (IST)
পানাজি: মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের অসুস্থতার খবর প্রচার করে পরে প্রত্যাহার করে নেওয়া সাংবাদিককে ঢুকতে দেওয়া হল না গোয়া বিধানসভায়। সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনে বিধানসভার নিরাপত্তারক্ষীরা হরিশ ভোলভোইকার নামে ওই সাংবাদিককে ভিতরে ঢুকতে দিতে অস্বীকার করেন। হরিশ গোয়াজাংশন ডট কম নামে একটি ওয়েবসাইট চালান।
তিনি সাংবাদিকদের বলেন, একতরফা সিদ্ধান্তে বিধানসভা কমপ্লেক্সে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না আমায়। প্রয়োজনীয় সিকিউরিটি পাস আছে আমার। গত কয়েক বছর ধরেই আসছি এখানে।
বিধানসভা স্পিকার প্রমোদ সাবন্তের অফিসার অন স্পেশাল ডিউটি আত্মারাম বারভের সঙ্গে কথা কাটাকাটি হয় হরিশের। বারভেও তাঁকে ঢুকতে দেওয়ার খবর অস্বীকার করেননি। তিনি বলেন, এ ব্যাপারে স্পিকারের সঙ্গে কথা বলব।
তবে হরিশকে ঢুকতে না দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে স্পিকার বলেন, উনি কে? যদিও তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান।
গত শনিবার গোয়াজাংশন ডট কম পর্রীকরের শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে পড়ার খবর করেও পরে তুলে নেয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -