বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জেপি নাড্ডা
ABP Ananda webdesk | 20 Jan 2020 03:56 PM (IST)
প্রত্যাশিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জেপি নাড্ডা। তিনিই যে অমিত শাহর উত্তরসূরী হবেন, তা একরকম নিশ্চিত ছিল। আজ আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে জগত্প্রকাশ নাড্ডার নাম ঘোষণা করা হয়।
নয়াদিল্লি: প্রত্যাশিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জেপি নাড্ডা। তিনিই যে অমিত শাহর উত্তরসূরী হবেন, তা একরকম নিশ্চিত ছিল। আজ আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে জগত্প্রকাশ নাড্ডার নাম ঘোষণা করা হয়। দলের একাদশতম সভাপতি হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। বিজেপির সভাপতি নির্বাচন ঘিরে আজ গোটা দেশের নজর ছিল দিল্লিতে। সকালেই দলের সদর দফতরে উপস্থিত হন অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতীন গডকড়ী সহ দলের প্রথম সারির নেতারা। তাঁদের উপস্থিতিতেই সর্বভারতীয় সভাপতি পদে মনোনয়ন জমা দেন নাড্ডা। এতদিন বিজেপির কার্যকরী সভাপতি হিসাবে কাজ করেছেন তিনি। আজ দলের নব নির্বাচিত সভাপতিকে সংম্বর্ধনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আজ সন্ধেয় নতুন সভাপতিকে নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। দলের সভাপতি নির্বাচিত হওয়ায় হিমাচল প্রদেশের এই নেতাকে অভিনন্দন জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী নাড্ডার সাংগঠনিক অভিজ্ঞতা প্রচুর। ২০১৯-এর লোকসভা নির্বাচনে দলের বিপুল সাফল্যের পর বিজেপির কার্যনির্বাহী সভাপতি হয়েছিলেন তিনি।