ইনদওর:  ইনদওরের আদালতে বিবাহবিচ্ছেদ মামলা করেছিলেন এক দম্পতি। কিন্তু সেই মামলা নয়া মোড় নিল, যখন বিচারপতি স্বামীকে পরামর্শ দিলেন স্ত্রীকে সুন্দর একটি শাড়ি উপহার দিন। শুধু শাড়ি উপহার নয়, স্ত্রীর সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করারও পরামর্শ দেন বিচারপতি। প্রসঙ্গত, বিচারপতি এভাবেই একটি বিবাহবিচ্ছেদ ঠেকাতে তত্পর হয়েছেন।


বিচারপতির পরামর্শ মেনে সঞ্জু নামের সেই ব্যক্তি তাঁর স্ত্রী রানুকে একটি সুন্দর শাড়ি উপহারও দেন এবং সেই সঙ্গে তাঁর সৌন্দর্যের উচ্ছ্বসিত প্রশংসাও করেন। ইনদওরের খারগোনের সেই আদালতের প্রধান বিচারপতি গগনচরণ দুবে চেয়েছিলেন, এভাবেই নিজেদের সম্পর্কটা ভেঙে যাওয়ার আগে, আরও একবার সুযোগ দিক সেই দম্পতি।কারণ বিচারপতি রানুর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলেন তিনি এই সম্পর্কের মধ্যে আর থাকতে চান না, কারণ তিনি একাকীত্ব এবং অবহেলিত বোধ করেন।

যদিও জানা গিয়েছে, স্বামীর এই প্রয়াসে তেমন খুব একটা খুশি হননি স্ত্রী রানু। এরপর বিচারপতি সঞ্জুকে পরামর্শ দেন স্ত্রীকে নিয়ে শপিংয়ে যাওয়ার। প্রসঙ্গত, একজন মহিলা তাঁর জীবনের পুরোটাই দিয়ে দেন তাঁর স্বামী ও পরিবারকে। পরিবর্তে তাঁরা সামান্য ভাল ব্যবহার, একটু ভালবাসা ও যত্ন আশা করেন। অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির পুত্রবধূরা সেই ভালবাসা থেকে বঞ্চিত থাকেন, এবং দীর্ঘদিনের জমা ক্ষোভ থেকে বিবাহবিচ্ছেদের ভাবনাচিন্তা করছেন এখনকার বহু মহিলারা।