ইলাহাবাদ: ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হওয়া উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতির জামিনের আবেদন মঞ্জুর করে সাসপেন্ড হলেন বিচারপতি ওমপ্রকাশ মিশ্র। ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের রেজিস্ট্রার ডিকে সিংহ জানিয়েছেন, সংশ্লিষ্ট বিচারককে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী প্রজাপতির বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ এবং তাঁর নাবালিকা মেয়ের শ্লীলাতাহানির অভিযোগ রয়েছে। মঙ্গলবার পকসো আদালতের বিচারপতি প্রজাপতি ও তাঁর দুই সঙ্গীর জামিনের আবেদন মঞ্জুর করে। এরপরেই উত্তরপ্রদেশ সরকার জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়। অন্য দুটি মামলায় তাঁর বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানায় পুলিশ। হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে জামিনে স্থগিতাদেশ দেয়। ফলে জেল থেকে বেরোতে পারেননি প্রজাপতি।
উত্তরপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচন চলাকালীন প্রজাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে চাপানউতোর তুঙ্গে উঠেছিল। নির্বাচনের পরেই তিনি উধাও হয়ে যান। গত ২৭ ফেব্রুয়ারি প্রজাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ১৫ মার্চ লখনউ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মুলায়ম সিংহ যাদবের ঘনিষ্ঠ এই প্রাক্তন মন্ত্রীকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হল।
ধর্ষণে অভিযুক্ত প্রজাপতির জামিন মঞ্জুর, সাসপেন্ড বিচারপতি
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2017 07:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -