নয়াদিল্লি: প্রধান বিচারপতি দীপক মিশ্র আজ সুপ্রিম কোর্টের ক্ষুব্ধ বিচারপতিদের সঙ্গে কথা বলতে পারেন। গতকালই বিচারপতিদের তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু তিন বিচারপতি মদন লোকুর, রঞ্জন গগৈ ও কুরিয়ান জোসেফ দিল্লির বাইরে ছিলেন। আজ সন্ধেয় তাঁরা ফিরছেন, ফলে সন্ধেয় এই বৈঠক হতে পারে।


নজিরবিহীনভাবে ৪ প্রবীণ বিচারপতি প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর গতকাল ২ বিচারপতি বলেছেন, এই সমস্যা বিচারবিভাগের ব্যক্তিগত, তা নিজেদেরই সমাধান করতে হবে। বিচারপতি গগৈ ও জোসেফ দুজনেই ইঙ্গিত দিয়েছেন, সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ৭ সদস্যের একটি দল গঠন করছে তারা, যার সদস্যরা বিচারপতিদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন।

আজ সন্ধে সাড়ে সাতটায় বার কাউন্সিলের সদস্যরা দেখা করবেন প্রধান বিচারপতির সঙ্গে।

বিচারপতি জে চেলমেশ্বর, রঞ্জন গগৈ, মদন লোকুর ও কুরিয়ান জোসেফের শুক্রবারের সাংবাদিক বৈঠকের পর কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। এই পরিস্থিতিতে বার কাউন্সিল অনুরোধ করেছে, বিষয়টির রাজনীতিকরণ না করার।

তাদের আর্জি, রাজনীতিকরা বিচারবিভাগের সম্মান বজায় রাখুন। অপ্রয়োজনীয় মন্তব্যের দরকার নেই। এটা এমন কোনও বড় বিষয় নয় যা দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করবে। রাহুল গাঁধী সহ রাজনীতিকদের বিচার বিভাগ নিয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এটি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে তারা।

বরং কেন্দ্র যেভাবে বিষয়টি বিচার বিভাগের নিজস্ব ও সরকার তাতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে, তা তারা স্বাগত জানিয়েছে। বিচারপতিরা যেভাবে ব্যক্তিগত ক্ষোভ নিয়ে রাস্তায় গিয়েছেন তাতেও বার কাউন্সিল ক্ষুব্ধ, তাদের বক্তব্য, রোস্টার ও মামলার তালিকা নিয়ে যেভাবে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে তা দুর্ভাগ্যজনক।