নয়াদিল্লি: ১ জুলাইয়ের আগে প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এর জেরে সংশ্লিষ্ট ওয়েবসাইট ক্র্যাশও করেছে কোনও কোনও ক্ষেত্রে। অনেকেই ভাবছেন যে, ১ জুলাইয়ের আগে প্যানের সঙ্গে আধার যুক্ত না করতে পারলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে।
আসলে বিষয়টি সত্যি যে, এবার থেকে প্যানের সঙ্গে আধার যুক্ত করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে, ১ জুলাইয়ের মধ্যেই তা করতে হবে। বরং ১ জুলাই থেকে প্যানের সঙ্গে আধার যুক্ত করা বাধ্যতামূলক হচ্ছে। ১ জুলাইয়ের আগে প্যানের সঙ্গে আধার যুক্ত না করতে পারলে প্যান বাতিল হয়ে যাবে না।
১ জুলাই থেকে প্যানের সঙ্গে আধার যুক্ত করা বাধ্যতামূলক হচ্ছে। এরপর সরকার হয়ত কোনও নির্দিষ্ট দিন ঘোষণা করতে পারে যার মধ্যে আধারের সঙ্গে যু্ক্ত করা না হলে প্যান বাতিল হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ ধরনের কোনও দিন ঘোষণা করা হয়নি।
আয়কর আইনের ১৩৯এএ ধারায় বলা হয়েছে, ১ জুলাইয়ের মধ্যে যাঁদের প্যান বরাদ্দ হয়েছে এবং যাঁরা আধার নম্বর পেয়েছেন, তাঁদের নির্দিষ্ট তারিখের আগে আধার নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। কেন্দ্রীয় সরকার ওই নির্দিষ্ট দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করবে। ওই নির্দিষ্ট দিনের মধ্যে আধার নম্বর না দিলে প্যান বাতিল বলে গন্য হবে।
কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে নির্দিষ্ট কোনও দিন ঘোষণা করেনি সরকার।
প্যানের সঙ্গে আধার যুক্ত করা যেহেতু ১ জুলাই থেকে বাধ্যতামূলক, সেহেতু নতুন প্যানের আবেদন করতে হবে আধার নম্বর আবেদনপত্রে দিতে হবে।
আজকের মধ্যে আধার নম্বর যুক্ত না করলেও বাতিল হবে না প্যান কার্ড
ABP Ananda, web desk
Updated at:
30 Jun 2017 10:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -