নয়াদিল্লি: কেন্দ্রীয় প্রকল্পে আধার বাধ্যতামূলক করার সময়সীমা বাড়ানো হবে না বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল মোদী সরকার।


বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগের জন্য আধারকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু, মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।


সেই প্রেক্ষিতে, শুক্রবার, অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি শীর্ষ আদালতকে কেন্দ্রের এই সিদ্ধান্তের নেপথ্যে যুক্তির স্বপক্ষে জোরালো সওয়াল করেন। বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল, যাতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা ‘ভুয়ো’ ব্যক্তিরা না পায়। এপ্রসঙ্গে দেশের রেশন ব্যবস্থা থাকা বিভিন্ন ভুয়ো ব্যক্তিদের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।


এদিন বিচারপতি এ এম খানবিলকর এবং বিচারপতি নবীন সিনহার ডিভিশন বেঞ্চের শুনানিতে কেন্দ্রের সিদ্ধান্তের সাময়িক স্থগিতাদেশের বিরোধিতাও করেন রোহতগি। তাঁর মতে, এই মামলা সাংবিধানিক বেঞ্চে হওয়া উচিত।


অন্যদিকে, মামলাকারীর তরফে আইনজীবী শ্যাম দিবান দাবি করেন, আগামী ৩০ তারিখের আগে এই সংক্রান্ত শুনানি না হলে, তাহলে কেন্দ্রকে সময়সীমা বাড়ানোর নির্দেশ দিক আদালত। কিন্তু রোহতগি সাফ জানিয়ে দেন, সময়সীমা বৃদ্ধি করা হবে না।


উভয়পক্ষের সওয়াল জবাব শুনে আগামী ২৭ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।