মোরিগাঁও: ক্ষমতার দাপট! অফিসের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে দেওয়ায় বিডিও অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ারকে পা ছুঁয়ে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠল অসমের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে।


জনৈক বিডিও অফিসার জানিয়েছেন, রাহা বিধানসভা কেন্দ্রের বিজেপি এমএলএ ডিম্বেশ্বর দাশ গত বৃহস্পতিবার আচমকা বিডিও অফিস পরিদর্শনে আসেন। তাঁর গাড়িটি অফিসের রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে দেখে নির্দেশ দিয়ে সেটি সরিয়ে দেন জয়ন্ত দাশ নামে নওগাঁ জেলার কোঠিয়াতলি ডেভেলপমেন্ট ব্লকের ওই জুনিয়র ইঞ্জিনিয়ার।  ঘটনাটি ডিম্বেশ্বরকে জানান তাঁর সঙ্গে আসা দলীয় কর্মী-সমর্থকরা। ঘটনার সময় তোলা ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে প্রকাশ, কেন গাড়ি সরানো হল, ক্ষুব্ধ ডিম্বেশ্বর জানতে চান তাঁর কাছে। তাঁকে বকাঝকা করেই ক্ষান্ত হননি, পা ছুঁয়ে ক্ষমা চাইতেও বাধ্য করেন। যদিও বিতর্কে জড়িয়ে মিডিয়ার সামনে তা অস্বীকার করেন বিধায়ক। দাবি করেন, তাঁর পা ছুঁয়ে ক্ষমা চাননি ওই ইঞ্জিনিয়ার।