কেরলে শিশুদের টিকাকরণের সময় আক্রান্ত জুনিয়র নার্স
Web Desk, ABP Ananda | 24 Nov 2017 06:43 PM (IST)
তিরুঅনন্তপুরম: কেরলের মলপ্পরুম জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকাকরণ চলাকালীন আক্রান্ত হলেন এক জুনিয়র হেলথ নার্স। পুলিশ সূত্রে খবর, ওই নার্সের উপর হামলা চালানোর দায়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা ফেসবুক পোস্টে বলেছেন, এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে সরকার। ওই নার্সের উপর হামলা চালানো সব দুষ্কৃতীকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে। ডিজিপি-কে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। শৈলজা আজও বলেছেন, কেরলে গত কয়েকমাস ধরেই টিকাকরণের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারের পাশাপাশি তারা পথসভাও করছে। তাদের বাধায় টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সময়সীমা বাড়ায় রাজ্য সরকার। সব বাধা অতিক্রম করে টিকাকরণ কর্মসূচি সফল হচ্ছে। জুনিয়র নার্সের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে কেরলের সরকারি চিকিৎসা আধিকারিকদের সংগঠন। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে রাজ্যজুড়ে সরকারি হাসপাতালগুলিতে একঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। চিকিৎসা আধিকারিকদের সংগঠনের অভিযোগ, কোঝিকোড়, কাসারগড, থালাসেরি, ত্রিশুরের মতো অঞ্চলগুলি থেকেও হামলার অভিযোগ এসেছে। এই ঘটনাগুলিকে গুরুত্ব সহকারে দেখা উচিত। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেরলের সভাপতি ড. এ কে উম্মের ও সচিব ড. সুলফি এক বিবৃতিতে বলেছেন, আগামীকাল রাজ্যজুড়ে কালা দিবস পালন করা হবে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে তাঁরা অন্য পন্থা অবলম্বন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন উম্মের ও সুলফি।