মুম্বই: কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার দু’ঘণ্টা আগে দেড় হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন মহারাষ্ট্রের এক সরকারি আধিকারিক। তাঁকে হাতেনাতে ধরেছে দুর্নীতি-দমন ব্যুরো। গ্রেফতার করা হয়েছে ওই আধিকারিককে।

দুর্নীতি-দমন ব্যুরো সূত্রে খবর, ধৃত অ্যাকাউন্টস অফিসারের নাম সদাশিব দয়ানদেও সতপুতে। তিনি কোলাপুরের ডেপুটি কনজারভেটর অফ ফরেস্টের দফতরে কর্মরত ছিলেন। এক ব্যক্তিকে শংসাপত্র দেওয়ার জন্য ঘুষ চান সদাশিব। তিনি প্রথমে ২,০০০ টাকা ঘুষ চেয়েছিলেন। পরে দেড় হাজার টাকায় রফা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি দুর্নীতি-দমন ব্যুরোয় অভিযোগ দায়ের করেন। এরপরেই ফাঁদ পেতে ধরা হয় সদাশিবকে।