মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার নেতৃত্বাধীন তৎকালীন কংগ্রেস জমানায় গুরগাঁওতে একাধিক অবৈধ জমি-চুক্তির সঙ্গে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জামাতা রবার্ট বঢরার যুক্ত থাকার অভিযোগ ওঠে।
ক্ষমতা পালাবদলের পর গত বছরের মে মাসে এই ঘটনায় এক-সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করার সিদ্ধান্ত নেয় বিজেপি-শাসিত হরিয়ানা সরকার।
দায়িত্ব দেওয়া হয় দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এন ধিংড়াকে। প্রায় ১৫ মাস পর এদিন খট্টরকে ১৮২ পাতার রিপোর্ট পেশ করে কমিটি।
রিপোর্ট কী আছে, তা এদিন খোলসা না করলেও, বিচারপতি ধিংড়া ইঙ্গিত দেন, ওই অঞ্চলে যে ভাবে জমি কেনাবেচার লাইসেন্স দেওয়া হয়েছে, তাতে বিস্তর বেনিয়ম রয়েছে।
কোনও বেনিয়মের খোঁজ মিলেছে কি না প্রশ্ন করা হলে ধিংড়া ঘুরিয়ে বলেন, তেমনটা হলে (বেনিয়ম যদি খুঁজে না পাওয়া যেত) আমি এক-লাইনের রিপোর্ট জমা দিতাম। ১৮২ পাতা ধরে লেখার কোনও প্রয়োজন ছিল না।
এদিকে, ধিংড়া রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুডা। তিনি যোগ করেন, বিজেপি সরকার এখন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৪ লোকসভা নির্বাচন এবং পরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় বিরোধী শিবিরের কাছে বড় হাতিয়ার হয়ে উঠেছিল এই জমি-বিতর্ক।