নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের ৪৫-তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন দীপক মিশ্র। আজ সকালে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।
জগদীশ সিংহ খেহরের স্থলাভিষিক্ত হলেন প্রধান বিচারপতি মিশ্র। গতকাল প্রধান বিচারপতি হিসেবে খেহরের মেয়াদ শেষ হয়। তিনি মাত্র ২৩৭ দিন এই পদে ছিলেন। গত মাসেই উত্তরসূরি হিসেবে বিচারপতি মিশ্রর নাম ঘোষণা করেছিলেন বিচারপতি খেহর। ২০১৮ সালের ২ অক্টোবর পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন মিশ্র।
সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি দীপক মিশ্র
Web Desk, ABP Ananda
Updated at:
28 Aug 2017 10:01 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -