নয়াদিল্লি: আজ সুপ্রিম কোর্টের রায়ে ১৬ ডিসেম্বরের গণধর্ষণের ঘটনার ন্যায়বিচার হল। এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি বলেছেন, ‘ভারতের এই সাহসী কন্যার পরিবারের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। নির্ভয়া যৌন নির্যাতনের বিরুদ্ধে ভারতের সব মেয়ের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিল। মর্যাদা, আত্মাভিমান, সম্মান এবং সমতা নিয়ে বেঁচে থাকা ভারতের সব মেয়েরই অধিকার। তারা যাতে সেটা পায়, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের।’
সুপ্রিম কোর্ট আজ দিল্লি হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দিয়েছে, নির্ভয়া গণধর্ষণকাণ্ডে জড়িত চার জনকেই মৃত্যুদণ্ড দেওয়া হল। এই গণধর্ষণকাণ্ডকে বর্বর এবং সুনামির মতো আঘাত বলে উল্লেখ করেছে বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ। এ প্রসঙ্গে সনিয়া বলেছেন, দেশের সবাইকে মেয়েদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার জন্য অক্লান্তভাবে কাজ করে যেতে হবে। সুপ্রিম কোর্টের এই রায় সেটাই মনে করিয়ে দিয়েছে।
সুপ্রিম কোর্টের রায়ে ১৬ ডিসেম্বরের গণধর্ষণ মামলায় ন্যায়বিচার হল: সনিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
05 May 2017 08:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -