ঝাড়খণ্ড: ১৩ বছরের নাবালিকাকে গণধর্ষণের অপরাধে নাবালক-সহ বাকি অপরাধীদের ২০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল ঝাড়খণ্ডের স্থানীয় আদালত। গত বছরের ৩১ মার্চ, ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে ১৬ বছরের নাবালক-সহ বাকি অভিযুক্তদের। সেই মামলার রায় ঘোষণায় জেলার (সিমদেগা) অতিরিক্ত বিচারক নীরজ কুমার শ্রীবাস্তব বৃহস্পতিবার অপরাধীদের ২০ বছরের কারাবাস-সহ ৫ হাজার টাকা জরিমানাও করেছে।


সরকারি আইনজীবী সুভাষ প্রসাদ জানিয়েছেন, যেহেতু অপরাধীদের একজন এখনও প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠেনি, সেক্ষেত্রে ১৬ বছরের নাবালককে স্বতন্ত্রভাবে রাখার বন্দোবস্ত করা হবে। ২১ বছর না হওয়া পর্যন্ত তাকে কোনওভাবেই কারাগারে বন্দি করা হবে না। এমনকি নাবালকের পড়াশুনারও ব্যবস্থা করা হবে। একই সঙ্গে এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়া হবে।