নয়াদিল্লি: এবার জালা গাট্টা ট্যুইট করে ভারতীয় ব্যাডমিন্টন দল বাছাইয়ের সময় পক্ষপাতিত্বের শিকার হওয়ার অভিযোগ তুললেন, অতীতে তাঁকে মানসিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি করলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডাবলসে প্রাক্তন ব্রোঞ্জ মেডেলধারী এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা কারও নামে অভিযোগ করেননি বা যৌন হেনস্থার নির্দিষ্ট কোনও ঘটনার উল্লেখও করেননি। কিন্তু তাঁর প্রতি যে আচরণ করা হয়েছে, সেটা চলতি মি টু মুভমেন্টের আওতার মধ্যেই পড়ে বলে বোঝাতে চেয়েছেন গাট্টা।
প্রাক্তন কমনওয়েলথ গেমসে সোনা পাওয়া গাট্টা বাছাইয়ের সময় তাঁকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, যে মানসিক নির্যাতন সহ্য করেছি, তা নিয়ে হয়তো আমার মুখ খোলা উচিত। #মি টু। ২০০৬ এ এই লোকটি প্রধান হওয়ার পর জাতীয় চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও জাতীয় টিম থেকে বের করে দেওয়া হয় আমায়। সর্বশেষ ঘটনাটি রিও থেকে ফেরার পরের। আবার আমি জাতীয় দলের বাইরে। কারণগুলির একটি হল, আমি খেলা বন্ধ করে দিয়েছি!!



বেশ কিছুদিন ধরেই প্রধান জাতীয় কোচ পি গোপীচাঁদের সঙ্গে সংঘাত চলছিল হায়দরাবাদের খেলোয়াড় গাট্টার, যা নিয়ে প্রচুর চর্চাও হয়েছে। গোপীচাঁদ শুধু সিঙ্গলস প্লেয়ারদেরই গুরুত্ব, নজর দেন, ডাবলস প্লেয়ারদের উপেক্ষা করেন বলে অভিযোগ করেন তিনি। গোপীচাঁদের সমালোচনা করায় তাঁকে জাতীয় দলের বাইরে রাখা হয়, এমনকী তিনি ডাবলস পার্টনারদেরও হারিয়েছেন। যদিও গোপীচাঁদের নাম করেননি তিনি। তবে লিখেছেন, পারফর্ম করেছি, তবুও ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত বারবার দল থেকে বাদ পড়েছি। ২০০৯ এ দলে ফেরত আসি, তখন আমি ওয়ার্ল্ড নম্বর ৯।
যদিও গাট্টার অভিযোগ সম্পর্কে গোপীচাঁদের প্রতিক্রিয়া মেলেনি।