নয়াদিল্লি: মধ্যপ্রদেশে বড়সড় ভাঙন কংগ্রেসে। দলের অন্যতম শীর্ষ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিদ্রোহে ভিত কাঁপিয়ে দিয়েছে রাজ্যের কমলনাথ সরকারের। কংগ্রেস থেকে বহিষ্কৃত জ্যোতিরাদিত্য আজ বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর এই বিদ্রোহের ঘটনায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। একদা ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্যর বিদ্রোহ নিয়ে এবার রাহুল মুখ খুললেন। তিনি বললেন, জ্যোতিরাদিত্য যে কোনও সময়ই আমার বাড়িতে আসতে পারতেন।
কোনও কোনও মহলে বলা হচ্ছে, জ্যোতিরাদিত্য সনিয়া ও রাহুলের কাছে দেখা করার সময় চেয়েও পাননি। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল বলেছেন, জ্যোতিরাদিত্য দলের এমন একজন নেতা ছিলেন, যিনি যে কোনও সময় তাঁর বাড়িতে আসতে পারতেন।
দেখা করার জন্য জ্যোতিরাদিত্যর সময় চাওয়ার খবরকে রাহুল খারিজ করে দিয়েছেন।
এদিন বিজেপিতে যোগ দিয়ে জ্যোতিরাদিত্য বলেছেন, কংগ্রেস এখন আর আগের মতো নেই। বাস্তবটাকে অস্বীকার করেছেন কংগ্রেস নেতৃত্ব।
তিনি মধ্যপ্রদেশের কমলনাথ সরকারকেও একহাত নিয়েছেন। রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগও করেছেন।
যে কোনও সময়ই বাড়িতে আসতে পারতেন জ্যোতিরাদিত্য, বললেন রাহুল গাঁধী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Mar 2020 06:41 PM (IST)
মধ্যপ্রদেশে বড়সড় ভাঙন কংগ্রেসে। দলের অন্যতম শীর্ষ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিদ্রোহে ভিত কাঁপিয়ে দিয়েছে রাজ্যের কমলনাথ সরকারের। কংগ্রেস থেকে বহিষ্কৃত জ্যোতিরাদিত্য আজ বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর এই বিদ্রোহের ঘটনায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -