২০১২-র কহানি-র সিকোয়েল ‘কহানি-২’। ট্রেলার দেখে অনুমান, বিদ্যা সিনেমায় তাঁর সন্তানের জন্য লড়াই করছেন। ‘কহানি’-তে নিজের স্বামীর হত্যার প্রতিশোধ নিয়েছিলেন 'বিদ্যা বাগচি'। ‘কহানি ২’-তে নিজের সন্তানের জন্য এক মায়ের ভূমিকায় লড়াই করতে দেখা যাবে বিদ্যাকে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল।
আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে ‘কহানি ২’।
দেখুন সেই ট্রেলার-