নাথু লা দিয়ে কৈলাশ মানস সরোবর যাত্রা বাতিল
Web Desk, ABP Ananda | 30 Jun 2017 04:40 PM (IST)
নয়াদিল্লি: সিকিমের নাথু লা দিয়ে বাতিল করা হয়েছে কৈলাশ মানস সরোবর যাত্রা। এমনই জানালেন এক আধিকারিক। তিনি বলেছেন, সীমান্তে বিতর্কিত অংশ নিয়ে ভারত ও চিনের সেনাবাহিনীর সাম্প্রতিক বিরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যে ৪০০ তীর্থযাত্রী নাথু লা দিয়ে এবার মানস সরোবর যাত্রা করতে চেয়েছিলেন, তাঁদের হতাশ হতে হচ্ছে। উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে যে তীর্থযাত্রীরা মানস সরোবর যাত্রা করতে চাইছেন, তাঁদের অবশ্য কোনও বাধার মুখে পড়তে হচ্ছে না। আটটি দলে ভাগ হয়ে ৫০ জন করে তীর্থযাত্রীর নাথু লা দিয়ে মানস সরোবর যাত্রা করার কথা ছিল। প্রথম দলের চিনে প্রবেশ করার কথা ছিল ২০ জুন। শেষ দলের যাওয়ার কথা ছিল ৩১ জুলাই। এই যাত্রা শেষ করতে সময় লাগে ২১ দিন। প্রথম দুটি দলের তীর্থযাত্রীদের ভিসা মঞ্জুর করেছিল চিন। কিন্তু এরপরেই সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ায় বাকিদের ভিসা আটকে দেওয়া হয়। প্রথম দলের তীর্থযাত্রীরা নাথু লা সীমান্তে তিন দিন আটকে থাকার পর গ্যাংটকে ফিরে আসতে বাধ্য হন। দ্বিতীয় দল গ্যাংটক থেকে নাথু লা সীমান্তে যায়নি।