নয়াদিল্লি: রামমন্দির তৈরির জন্য অধ্যাদেশ আনার ব্যাপারে এখনই ভাবছে না কেন্দ্রীয় সরকার। বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় এ কথা জানিয়েছেন। ওদিকে রামমন্দিরের জন্য বিজেপির ওপর চাপ আরও বাড়িয়ে যোগগুরু রামদেব বলেছেন, মন্দির না হলে বিজেপির ওপর থেকে ভরসা উঠে যাবে।

প্রায় সমস্ত ইস্যুতে বিজেপিকে সমর্থন করা রামদেব তাঁর প্রিয় দলকেই প্রশ্ন করেছেন, অযোধ্যায় রামচন্দ্রের মন্দির হবে না তো কি মক্কা-মদিনায় হবে?  এ দেশের মানুষের পরিচয় রামের সঙ্গে যুক্ত।

তবে বিজেপি অবশ্য বলছে উল্টো কথা। দলের রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, একমাত্র তাঁরাই রামমন্দির নির্মাণ করতে পারেন, অন্য কোনও দলের সেই ক্ষমতা নেই। এই মামলা এখনও আদালতে ঝুলে থাকায় বিজেপির লাভের বদলে লোকসান হচ্ছে বেশি। এই ইস্যু বিরোধী দলগুলি সংখ্যালঘুদের ভয় দেখাতে ও তাদের ভোট এককাট্টা  করতে ব্যবহার করছে। যেহেতু এই মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, তাই তাঁদের পক্ষে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। বরং রায় দেওয়ার জন্য আদালতকে যথেষ্ট সময় দেওয়া হোক। রামমন্দির মামলার দ্রুত রায়দানের জন্য আদালতকে অনুরোধও করেছেন তিনি।