নয়াদিল্লি: টিকিট বিলির ক্ষেত্রে কিছু ভুল হয়েছিল। কংগ্রেসকে আমরা হাল্কা ভাবে নিয়েছিলাম। বললেন কৈলাস বিজয়বর্গীয়। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে ধাক্কা খাচ্ছে বিজেপি। প্রাথমিক প্রতিক্রিয়ায় এমনই বললেন বিজেপির এই প্রথম সারির নেতা। তবে একইসঙ্গে এখনও পর্যন্ত ভোটগণনার গতিপ্রকৃতি থেকে যে ভরাডুবির ইঙ্গিত মিলছে, তাতে নরেন্দ্র মোদির প্রতি অনাস্থা ফুটে ওঠেনি বলে দাবি করেছেন তিনি। ৫ রাজ্যে বিজেপির হয়ে রীতিমতো পুরোদমে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তারপর এই ফলে তাঁর নেতৃত্বে কতটা মানুষ আস্থা রাখছেন, তাঁর ক্যারিশমা কতটা অটুট, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৯ এ মোদিকেই মুখ করে নির্বাচনে লড়ার আগে এই ফল নিঃসন্দেহে উদ্বেগে রাখবে বিজেপি নেতৃত্বকে। কিন্তু কৈলাসের স্পষ্ট মত, প্রার্থী বাছাইয়ে ভুল হয়েছে, কিন্তু মোদির নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েনি।
ভুল টিকিট বিলিতে, কংগ্রেসকে হাল্কা ভাবে নিয়েছিলাম, কিন্তু মোদির নেতৃত্বে অনাস্থার ইঙ্গিত নয়, ভোটগণনার গতিপ্রকৃতি নিয়ে বললেন কৈলাস
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2018 11:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -