আমদাবাদ: পূর্বসূরী এপিজে আবদুল কালামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনে প্রথমজনকে 'মহাকাশ বিজ্ঞানী', পরেরজনকে 'সমাজ বিজ্ঞানী' বলে উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
গুজরাত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি।
ভাষণে রাষ্ট্রপতি বলেন, কালাম স্যার সৌভাগ্যক্রমে আমার পূর্বসূরী ছিলেন। দেশের রাষ্ট্রপতি হলেও আদতে ছিলেন বিজ্ঞানী। তাই সাধারণত তাঁকে আমি মহাকাশ বিজ্ঞানী বলি, আর মোদীজীকে বলি সমাজ বিজ্ঞানী। মোদীজী গুজরাত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, আর কালাম স্যারও কিছুদিন এখানে ছিলেন।
রসিকতা করে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত কোনও পড়ুয়াই অল্প বয়সে মোদীজীর মতো চা বেচতেন না। এই এক লোক যিনি এখানে জন্মেছেন, বড় হয়েছেন, পড়াশোনাও করেছেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এটা সত্যিই অনুপ্রেরণা দেয়।
মোদী ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়ার মতো নানা উদ্যোগের মাধ্যমে বর্তমান প্রজন্মের সামনে ২১ শতকের দরজা খুলে দিয়েছেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। উন্নয়ন মাথায় রেখে পড়ুয়াদের সহযোগিতা, ভ্রাতৃত্বের মূল্যবোধে আস্থা রাখতেও পড়ুয়াদের আবেদন করেন তিনি।