নয়াদিল্লি: নোট বাতিলের সমর্থন করেছিলেন। এবার নোটবাতিল নিয়ে সম্পূর্ণ অন্য সুর শোনা গেল দক্ষিণী সুপারস্টার অভিনেতা কমল হাসানের গলায়। তিনি তামিল ম্যাগাজিন আনন্দ বিকাতানে এক সম্পাদকীয়তে স্পষ্ট ভাষায় লিখেছেন, তাড়াহুড়োয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করার জন্যে তিনি দুঃখিত। ভুল কথা বলার জন্যে সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
ম্যাগাজিনের ওই সম্পাদকীয়র টাইটেল হল ‘অ্যা বিগ অ্যাপোলজি’। তারপরই তিনি বলেন, ভাল করে না খতিয়ে দেখে তাড়াহুড়ো মোদী সরকারের নোট বাতিলের পদক্ষেপ সমর্থন করার জন্যে তিনি সত্যিই দুঃখিত। প্রসঙ্গত, গত ৮ নভেম্বর এক ঘোষণা করে ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় অন্য অনেক তারকার সঙ্গে টুইট করে কেন্দ্রেj নোটবন্দির সিদ্ধান্তকে সমর্থন করেন কমল। এই সাহসী পদক্ষেপের জন্যে প্রধানমন্ত্রীকে স্যালুট জানান দক্ষিণী অভিনেতা। তারপর তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত, সমস্ত রাজনৈতিক দলের দলমত নির্বিশেষে সমর্থন করা উচিত। এবং সত্যিকারের করদাতাদের এটা উদযাপন করার মুহূর্তও বলে মন্তব্য করেন কমল।
তারপরই আচমকা তাঁর সেই ভুল ভেঙে যায়। দক্ষিণী সুপারস্টারের দাবি, তিনি ভেবেছিলেন এই পদক্ষেপের জেরে কালো টাকা থেকে উদ্ধার পাবে গোটা দেশ। তারপরই তিনি জানান, তাঁর বহু অর্থনীতিবিদ বন্ধুরা তাঁকে ফোন করে সমালোচনা করেv, তাঁর এধরনের মতপ্রকাশের জন্যে। তারপরই তিনি নিজের ভুল বুঝতে পারেন। অভিনেতার দাবি, পরিকল্পনাটা ভাল হলেও, যেভাবে নোটবাতিল কার্যকর করা হয়েছে, সেটা ত্রুটিপূর্ণ ছিল। সেইজন্যেই এত সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে।
তবে নোট বাতিলের সমালোচনার পর, একথাও বলতে ভোলেননি কমল হাসান যে, একজন নেতা তখনই সফল হন, যখন তিনি নিজের ভুল স্বীকার করে নেওয়ার ক্ষমতা রাখেন। মোদীজি যদি নিজের ত্রুটিগুলো মেনে নেন, তাহলে তিনি তাঁকে আর একবার সেলাম ঠুকবেন বলেও মন্তব্য করেন অভিনেতা।
প্রসঙ্গত, কমল এমন সময় ক্ষমা চাইলেন, যখন তামিলনাড়ুর রাজনীতিতে কান পাতলেই, তাঁর রাজনীতিতে পা রাখার কথা শোনা যাচ্ছিল। কেন এমন পাল্টি খেলেন কমল, শুরু নয়া জল্পনা।
তাড়াহুড়োয় মোদীর নোটবন্দিকে সমর্থন করার জন্যে ক্ষমা চাইছি, কমল হাসান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2017 02:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -