চেন্নাই: তামিলনাড়ুর পেরামবালুর জেলায় সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পচা ডিম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন অভিনেতা কমল হাসান। তাঁর অনুরাগীরাই এই দুর্নীতি ফাঁস করেছেন বলেও দাবি এই অভিনেতার। তিনি ট্যুইট করে বলেছেন, ‘পেরামবালুরে শিশুদের পচা ডিম দেওয়ার খবর ফাঁস করা তারিফযোগ্য। দয়া করে অপরাধ ফাঁস করার আগে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে নিন। আইনভঙ্গ করবেন না।’


গত মাসে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যান কমল হাসানের ভক্তরা। তাঁরা অভিযোগ করেন, সেখানে শিশুদের পচা ডিম খেতে দেওয়া হচ্ছে। জেলাশাসক ভি শান্তা অবশ্য দাবি করেছেন, অঙ্গনওয়াড় কেন্দ্রে ডিম সরবরাহের ক্ষেত্রে কঠোর নিয়ম মানা হয়। বেনিয়ম ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা ডিম দেওয়ার অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

কমল হাসান এর আগেও তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। গত মাসেই ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুর্নীতি ফাঁস করার আহ্বান জানান তিনি। পাল্টা তাঁকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী, অর্থমন্ত্রী ডি জয়কুমাররা। ২০০৪ সালের সুনামি বা ২০১৫ সালের বন্যার সময় কমল হাসান রাজ্যের মানুষের জন্য কী কাজ করেছেন, সেটা জানতে চেয়েছেন জয়কুমার। অপর এক মন্ত্রী এস পি বেলুমণি বলেছেন, কমল হাসানকে তাঁর অভিযোগের স্বপক্ষে প্রমাণ পেশ করতে হবে। ডিএমকে-সহ বিরোধী দলগুলি অবশ্য কমল হাসানের পাশে দাঁড়িয়েছে। তাদের দাবি, এই অভিনেতার অভিযোগের জবাব দিতে হবে সরকারকে।