নয়াদিল্লি: তামিল ছবি 'মেরশাল'-কে ঘিরে বিতর্কের পারদ ধীরে ধীরে চড়ছে। ১৭ অক্টোবর রিলিজ হওয়া তামিল সিনেমার সুপারস্টার বিজয়ের এই ছবিতে জিএসটি-র সমালোচনা করা হয়েছে বলে অভিযোগ তুলে বেশ কিছু দৃশ্য ছেঁটে দেওয়ার দাবি তুলেছে বিজেপি।


গতকালই বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণান বিজয়ের ছবিতে জিএসটি নিয়ে 'অসত্য' কথা রয়েছে বলে দাবি করে তা বাদ দিতে হবে বলে জানিয়ে দেন। বলেন, ছবিতে বিমুদ্রাকরণ ও জিএসটি সংক্রান্ত সব দৃশ্য ছেঁটে ফেলুন প্রডিউসার।




এর প্রতিবাদে মুখ খুললেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ সভাপতি ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'মেরশাল'-এ 'হস্তক্ষেপ করা' থেকে বিরত থাকতে বলেন। রাহুল লেখেন, মিঃ মোদী, তামিল সংস্কৃতি ও ভাষার এক জোরালো মাধ্যম সিনেমা। সুতরাং মেরশাল-এ কলকাঠি নেড়ে তামিল অহঙ্কারকে দানবের মতো আঘাত করার চেষ্টা করবেন না।




কমল হাসানও এই বিতর্কে 'মেরশাল'-এর পক্ষে ট্যুইট করেছেন। জিএসটি-র প্রসঙ্গ থাকায় বিজয়ের ছবির ওপর খাপ্পা বিজেপির উদ্দেশ্যে দক্ষিণী তারকার বক্তব্য, 'মেরশাল' ছাড়পত্র পেয়েছে। নতুন করে তাকে সেন্সর করবেন না। যু্ক্তি দিয়ে সমালোচনার জবাব দিন। সমালোচকদের মুখ বন্ধ করে দেবেন না। কথা বলতে পারলেই উজ্জ্বল হবে ভারত।