২০১৯ এ নির্বাচনে লড়বেন, কিন্তু জোট নাকি একলা চলো রে, মুখ খুললেন না কমল হাসান
Web Desk, ABP Ananda
Updated at:
22 Dec 2018 03:29 PM (IST)
২০১৯ এর লোকসভা নির্বাচনে কার সঙ্গে জুটি বাঁধবে দক্ষিণী সুপারস্টার কমল হাসানের এমএনএম? এই প্রশ্নটাই ঘুরছে তামিলনাডুর রাজনৈতিক মহলের আনাচে কানাচে। আগামী বছর ভোটে লড়বেন, এ-বিষয়ে সংশয় নেই, তবে কার হাত ধরে ময়দানে নামবে তাঁর দল, এব্যাপারে এখনই মন্তব্যে নারাজ কমল। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচন ও ২০টি বিধানসভা আসনের উপনির্বাচনে তাঁর দল যে প্রতিদ্বন্দ্বিতা করবে সে-ব্যাপারে নিশ্চিত তিনি। তবে কারও সঙ্গে জোট বেঁধে লড়বেন কি না, তা খোলসা করেননি দক্ষিণী অভিনেতা। তামিলনাডুতে সাইক্লোন গাজা বিধ্বস্ত গ্রামগুলি ঘুরে দেখতে গিয়ে কমলের মন্তব্য,'যা করব, মানুষের ভালর জন্যই করব'।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -