মুম্বই: গত মাসে মুম্বইয়ের কমলা মিলস এলাকায় রেস্তোঁরায় আগুন লেগে ১৪ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট একটি রেস্তোঁরার মালিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের দায় আনল পুলিশ। মোজোস বিস্ত্রো নামে ওই রেস্তোঁরার বিরুদ্ধে দমকল বিভাগের অভিযোগ, সেখানে বেআইনিভাবে হুকা সরবরাহ করা হয়, যার থেকে সম্ভবত জ্বলন্ত কয়লা ছিটকে পড়ে আগুন লেগে যায় চারপাশে। রেস্তোঁরার দুই অভিযুক্ত মালিকের নাম যুগ কে পাঠক ও যুগ টুল্লি। যুগ পাঠকের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। তাঁকে গ্রেফতারও করা হয়েছে।

এন এম জোশী মার্গ থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর আহমেদ পঠান বলেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তি পুণের প্রাক্তন পুলিশ কমিশনার ও অবসরপ্রাপ্ত ডিজিপি কে কে পাঠকের ছেলে। তাঁর সহযোগী টুল্লিকেও সমন পাঠানো হয়েছে। তাঁকেও গ্রেফতার করা হবে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, অন্যের জীবন ও সুরক্ষা বিপন্ন করা, অন্যকে গুরুতর আঘাত করার মত নানা অভিযোগ আনা হয়েছে। এর আগে পুড়ে যাওয়া আর একটি রেস্তোঁরা ১ অ্যাবভের মালিক হিতেশ সাংভি, জিগর সাংভি ও সহ মালিক অভিজিৎ মানকর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে। তবে দিব্তীয় রেস্তোঁরার মালিকরা নিখোঁজ, এঁদের খবর দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

এদিকে বৃহন্মুম্বই পুর নিগমের কমিশনার অজয় মেহতা অভিযোগ করেছেন, শহরের বেআইনি রেস্তোঁরা ও খাবারের ঠেকগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য তাঁর ওপর অত্যন্ত চাপ তৈরি করা হয়। এমনকী বেশ কয়েকজন রাজনীতিকও এ ব্যাপারে তাঁকে ফোন করেন কিন্তু তিনি সিদ্ধান্ত নেন, আইনের বাইরে এক চুলও হাঁটবেন না।