নগৌর (রাজস্থান) : রাহুল গাঁধীর অভিজাত বংশপরিচয় নিয়ে কটাক্ষ করে তিনি প্রায়ই ‘নামদার’ বলেন তাঁকে। এবার রাজস্থানের নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী বললেন, এখানে লড়াই ‘নামদার’-এর সঙ্গে ‘কামদার’-এর। কংগ্রেস সভাপতির সঙ্গে নিজের তুলনা টেনে প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি আমজনতার একজন যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। বলেন, আমরা নাতি নাতনীদের জন্য নয়, ভোট চাইছি আপনাদের মঙ্গল করতে, আপনাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে। ৭ ডিসেম্বর রাজস্থানে ভোট। তার প্রাক্কালে বুধবার এখানে জনসভায় কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, যাদের চার প্রজন্মের আমআদমির সঙ্গে কোনও সম্পর্কই ছিল না, তারা সাধারণের সমস্যা, যন্ত্রণা উপলব্ধিই করতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে ও বি আর অম্বেডকরের অনুপ্রেরণায় ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এটাই আমাদের একমাত্র মন্ত্র।
রাজস্থানের জনগণকে আরও একটা মেয়াদ বসুন্ধরা রাজে সরকারকে ক্ষমতায় বসানোর ডাক দিয়ে মোদী বলেন, মরু রাজ্যে জলের জোগান একটা বড় সমস্যা। তা সত্ত্বেও রাজে সরকার রাজ্যে ১.৫ লক্ষ হেক্টর এলাকায় জলসেচের বন্দোবস্ত করেছে।