নয়াদিল্লি: সুস্থ আছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় আজ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।
প্রসঙ্গত, গতকাল অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন কানহাইয়া। অর্ধচৈতন্য অবস্থায় তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে এইমস্-এ ভর্তি করা হয়। ব্লাড প্রেসার অনেকটা নেমে যায়। গ্লুকোজের স্তরও কমে যায়। ডিহাইড্রেশন হয়ে য়ায় তাঁর। স্যালাইন দিতে হয় তাঁকে।
আজ তাঁর স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিতসকরা। তাঁকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিতসকরা। বেশ কিছু পরীক্ষাও করতে দিয়েছেন তাঁরা। কিন্তু এখনও প্রতিবাদে অনড় কানহাইয়া।
তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরই গতকাল ২৫ জন পড়ুয়ার মধ্যে অনশন প্রত্যাহার করেন ৫ পড়ুয়া।
বিশ্ববিদ্যালয় চত্বরের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং পড়াশোনার পরিবেশ বজায় রাখতে জেএনইউ কর্তৃপক্ষ ছাত্র ও অধ্যাপকদের কাছে আর্জি জানিয়েছেন, বহিরাগতদের যেন ক্যাম্পাসে ডেকে নিয়ে আসা না হয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই সমাধানের পরামর্শ দিয়েছেন তাঁরা।
এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘দেশবিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগে জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের শাস্তি ঘোষণা করার প্রতিবাদে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন বাম-কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদলের বেশ কিছু সাংসদ।
তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের দিগ্বিজয় সিংহ, সিপিএমের সীতারাম ইয়েচুরি, জেডিইউ-র কেসি ত্যাগী, পবন কুমার বর্মা সহ বহু সাংসদ। এই ব্যাপারে সরাসরি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন তাঁরা।
সুস্থ কানহাইয়া, ছাড়া পেলেন হাসপাতাল থেকে, শাস্তি প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধী দলের সাংসদরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 May 2016 04:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -