মুম্বই: বিমানের মধ্যে এক ব্যক্তি তাঁর গলা টেপার চেষ্টা করেছেন বলে অভিযোগ করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার। এক জনসভায় বক্তৃতা দিতে জেট এয়ারওয়েজের উড়ানে আজ পুনে যাচ্ছিলেন কানহাইয়া। সেখানেই এক সহযাত্রী নাকি তাঁর গলা টেপার চেষ্টা করেন। বিষয়টি টুইট করে কানহাইয়া অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিমান সংস্থা অভিযুক্তের বিরুদ্ধে আলাদা করে কোনও ব্যবস্থা নেওয়ার বদলে নিরাপত্তার অজুহাতে তাঁদের দু’জনকেই নাকি বিমান থেকে নামিয়ে দেয়।সিআইএসএফ জানিয়েছে, অভিযুক্তের নাম মানসজ্যোতি ডেকা, তাঁকে আটক করা হয়েছে। কানহাইয়া পরে টুইটারে আরও অভিযোগ করেন, মানসজ্যোতি টিসিএসে চাকরি করেন, তিনি কট্টর বিজেপি সমর্থক।
তবে প্রাথমিকভাবে পুলিশের তদন্তে জানা যাচ্ছে, কানহাইয়া যা দাবি করছেন, বিষয়টি তেমন কিছু গুরুতর নয়। অভিযুক্ত তাঁর জানালার ধারের আসনে বসতে যাওয়ার সময় কানহাইয়ার সঙ্গে ধাক্কা লাগে। তা নিয়ে সামান্য অশান্তির জেরে দু’জনেই পরস্পরকে ধাক্কা মারেন। তবে বিশদে তদন্তের আগে সঠিক কি হয়েছে জানা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে।